নারিকেল নাড়ু
নারিকেল নাড়ু গ্রাম বাংলার এক বিশেষ পরিচিত এবং মুখরোচক খাবার। নারিকেল আর গুড় এর সংমিশ্রণে প্রস্তুত করা হয় এই মজাদার খাবারটি। বিভিন্ন ধরনের উৎসবের এক অন্যতম আকর্ষণ থাকে এই নাড়ু। সাধারণত নারিকেল কোরানো এবং গুড় বা চিনি পরিমাণ মত মিশিয়ে জ্বাল দিয়ে প্রস্তুত করা হয় এই খাবারটি। গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে যেনো নিবিড় ভাবে জুড়ে আছে এটি।